ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে চাম্বলের কিশোর গ্যাং লিডার ছগীর মাহমুদসহ ৩ আসামি গ্রেফতার

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ০১:১২ অপরাহ্ন
#

বাঁশখালীতে অভিযান পরিচালনা করে চাম্বলের কিশোর গ্যাং লিডার ছগীর মাহমুদসহ নাশকতা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতার আসামিরা হলেন- চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহমদের পুত্র মো. ছগীর মাহমুদ (৩০), বাহারচড়া ইউনিয়নের পশ্চিম চাপাছড়ি ৮ নং ওয়ার্ড এলাকার নুরুল আবছারের পুত্র নুরুল মোস্তাকিম শিপন (২৬), পৌরসভার উত্তর জলদী ৩নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল গণির পুত্র আলী আকবর (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ নাশকতার অভিযোগ রয়েছে। গত রাতে গোপন সংবাদে এসআই মো. ইমাম হোসেন এবং এসআই মো. মোরাদ হোসেনের সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করে।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী ছগীর মাহমুদ দীর্ঘদিন যাবৎ বাঁশখালীর বিভিন্ন এলাকায় তার নিজস্ব কিশোর গ্যাং বাহিনী সদস্যদের নিয়ে ভাড়াটিয়া হিসেবে নিরহ মানুষের উপর হামলা, জায়গা জবরদখল, চুরি, ডাকাতি, ছিনতাই ও মদ - গাঁজাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল, সর্বশেষ জুলাই - আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট আন্দোলনকারী ছাত্র - জনতার উপর হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলো কিশোর গ্যাং লিডার ছগীর। সন্ত্রাসী ছগীর মাহমুদকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় জনমনে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে। তাকে গ্রেফতার করায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন চাম্বল বাজারস্থ এক চায়ের দোকানকদার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video