ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে অপারেশন ডেবিল হান্টের অভিযানে ৪ আসামী গ্রেফতার

মোহাম্মদ ইমরান, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৫, ০১:১৪ অপরাহ্ন
#

চলমান অপারেশন ডেবিল হান্টের অভিযানে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১৪/০২/২০২৫ দেড়টা থেকে তিনটা পর্যন্ত নাশকতা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার বাসিন্দা হারুনুর রশিদের পুত্র মোহাম্মদ রুবেল (৩৪), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্ননপুর এলাকার বাসিন্দা মৃত আশরাফ মিয়ার পুত্র কোরবান আলী (৪২) এবং ছনুয়া ইউনিয়নের খুদুকখালীর আবাখালী এলাকার মাহাবুবর রহমানের পুত্র মো. আব্দুল গফুর (৪৮) কে গ্রেফতার করা হয়। এবং পুই ছড়ি ইউনিয়নের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজিম উদ্দীন (৩৫) কে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরোধে নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video