সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ছাত্রদলের আহ্বায়ক আশরাফ জিকুর ওপর বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।
সীতাকুণ্ড পৌর ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন সিরাজী ও সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু জানান, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ফরম পূরণের কার্যক্রম চলাকালীন ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য ফরম পূরণ সহযোগিতা বুথের ব্যবস্থা নেওয়া হয়।
হঠাৎ করে ১৭ মার্চ, সোমবার দুপুর ১২টার সময় "সমন্বয়ক" নামধারী ফ্যাসিবাদী সন্ত্রাসী সংগঠনের পরিচয়দানকারী আসাদ, রানা, এমরানের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী কলেজ ক্যাম্পাসে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আশরাফ জিকুর ওপর হামলা চালিয়ে তাকে আহত করে পালিয়ে যায়।
ছাত্রদলের আহ্বায়ক আশরাফ জিকুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে সীতাকুণ্ড পৌর ছাত্রদলের দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন রিফাত এক বিবৃতিতে জানান।
মন্তব্য করুন