মাননীয় প্রধান উপদেষ্টা ফয়জুল কবির খানের নির্দেশে সন্দ্বীপে বিদ্যুৎ এর নানা অনিয়ম দুর্নীতি নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনগণ জানায়, বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা কন্টাক্টরের সাথে একমত হয়ে খুঁটি বানিজ্য, লাইন ও বিদ্যুৎ সংযোগসহ নানা অনিয়মের সাথে জড়িত হয়ে জনগণকে হয়রানি করছেন।
আজ শনিবার ১৫ই মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে বিদ্যুৎ বিভাগের নানা অনিয়ম নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় কবির সোহেল সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিকদের সেক্রেটারি সালেহ নোমান সহ সন্দ্বীপের বিএনপি উপজেলা নেতৃবৃন্দ ও সন্দ্বীপের সকল ইউনিয়নের শত শত সাধারণ জনগণ।
প্রধান অতিথি হিসেবে মিজানুর রহমান মিল্টন বলেন, “আমি আপনাদের সমস্যা গুলো শুনেছি। সন্দ্বীপের প্রধান সমস্যা হল খুঁটির অভাব। খুঁটি সমস্যা সমাধান করার জন্য আমি প্রধান উপদেষ্টা ফয়জুল কবির খানের সাথে কথা বলব। আমি চেষ্টা করব এসব সমস্যা সমাধান করার।”
বিশেষ অতিথি হিসেবে তানভীর হায়দার বলেন, “আমি সন্দ্বীপের ছেলে, সন্দ্বীপে ৬০% বিদ্যুৎ কাজ শেষ হয়েছে, বাকিটা দ্রুত সময়ে শেষ করার চেষ্টা করব।” আরো বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী ও সাধারণ জনগণ।
মতবিনিময় সভায় ভুক্তভোগীরা তাদের নানা সমস্যা নিয়ে বক্তব্য প্রদান করেন। পরে ভুক্তভোগীদের শান্ত থাকতে এবং তাদের সমস্যা গুলো বলার অনুরোধ করেন মিল্টন ভুঁইয়া।
মন্তব্য করুন