ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের সমাপ্তি

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ১১:৩৯ পূর্বাহ্ন
#

ফুল মানুষকে যেভাবে সুবাস ছড়িয়ে মানুষ ও পরিবেশের সৌন্দর্য রক্ষা করে, ঠিক তেমনি যেন ফুলকে অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায় সবাই। ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধুরী এফসিএ।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আজ ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৪টায় সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২টি দেশের সুনামধন্য শিল্পীদের নাচ-গানের মাধ্যমে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান আয়োজিত হয়।

সীতাকুণ্ড ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক সাদিউর রহমান জাদির, চট্টগ্রাম রেভিনিউ ডেপুটি কালেক্টর আলাউদ্দিন, বিএনপি নেতা কাজী সালাউদ্দিন, কাজী মহিউদ্দিন, মোরসালিন, ফজলুল করিম চৌধুরী প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video