ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ির সাবেক পৌর মেয়র ইসমাঈল গ্রেপ্তার

মোহাম্মদ তারেক , ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ অক্টোবর ১৫, ০৩:৫৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ ইসমাঈল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিদেশ যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মুহাম্মদ আবু জাফর তুহিন সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে সাবেক মেয়র ইসমাইল হোসেন গ্রেপ্তার হয়েছেন। গত ৪ আগস্ট ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়ে ছাত্রদের উপর হামলার ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ফটিকছড়ি থানা পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইসমাইল হোসেনকে হস্তগত করার জন্য।

উল্লেখ্য, গত ৪ আগস্ট নাজিরহাট ঝংকার মোড়ে ছাত্রদের উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হেলাল উদ্দিন ৮৩ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মেয়র ইসমাইল হোসেনকে ৩ নম্বর আসামি করা হয়। এছাড়াও চট্টগ্রামের একাধিক মামলায় তাকে আসামী করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video