ফটিকছড়ি উপজেলার ২১নং খিরাম ইউনিয়নের উত্তর খিরামে সৈয়্যুদুস শোহদা হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন (রাঃ) আনহুমার আদর্শ ইসলামী সংগঠন এবং খিরাম ইউনিয়নের সকল সুন্নী জনতার ব্যবস্থাপনায় পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ৯তম আজিমুশশান মহা সুন্নী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) উত্তর খিরামের হযরত মরতুজা আলী শাহ আস্তানা প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে এই সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে পবিত্র খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ কিয়াম ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
বাদ জোহর থেকে অনুষ্ঠিত মূল সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তর খিরাম হযরত আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের খতিব ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দীন ফারুকী (মাঃজিঃআঃ)।
সুন্নী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী গোলজারে আহমদিয়া মাদ্রাসায়ে হাশেমীয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ)।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াস খান আল কাদেরী (মাঃজিঃআঃ)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা সৈয়দ খায়রুল আমিন চিশতি (মাঃজিঃআঃ)।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আজাদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা সিরাজুল মোস্তফা নূরী (মাঃজিঃআঃ)।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা আসাদুজ্জামান রানা আল কাদেরী (মাঃজিঃআঃ) ও আল্লামা মোহাম্মদ মঈনুদ্দীন আজমিরী (মাঃজিঃআঃ)।
মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুন্নী সম্মেলনের শেষ পর্যায়ে মিলাদ, কিয়াম, দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় এবং আগত সকলের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন