ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ফসলি জমির মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের শাস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ১০:০০ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে সাত ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভায় অভিযান পরিচালনা করে এই সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. শফিকুল ইসলাম, মো. সাকিব, রুবেল, বাবলু, আবদুল কাদের বাদশা, মো. ইয়াকুব এবং মো. মোরশেদ।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভা এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটছিলেন চক্রগুলো। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সাতজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে একজনকে দুই মাসের, চারজনকে ১৫ দিন করে এবং দুই জনকে দুই দিন করে সাজা প্রদান করা হয়েছে।’

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video