ঢাকা , শুক্রবার, ২০২৫ এপ্রিল ০৪, ২১ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে জামায়াতে ইসলামী শাখার বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০১, ০১:৩৫ অপরাহ্ন
#

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার) বিকাল ৫টায় ফটিকছড়ি বিবিরহাট বাস স্টেশন থেকে এ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি বিবিরহাট বাসস্ট্যান্ড থেকে ঈদগাহ মেইন রোড হয়ে বাজারের মধ্য দিয়ে যাত্রী ছাউনিতে এসে শেষ হয়।

র‍্যালি শেষে যাত্রী ছাউনিতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা আমির জনাব নাজিম উদ্দিন ইমু এবং সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ।

সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমির এডভোকেট ইসমাইল গনি ও চট্টগ্রাম জেলা উত্তর শাখার অফিস বিভাগের সদস্য জনাব এজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক বিভাগের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন, সেক্রেটারি মোঃ আবু জাফর, যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াত নেতা মাজারুল ইসলামের মুক্তি এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা দিনের বেলায় হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা, নাটক-সিনেমা ও অশ্লীল গান-বাজনা থেকে বিরত থাকার আহ্বান জানান।

বক্তারা মাহে রমজানের নেয়ামতকে যথাযথভাবে ভোগ করার জন্য সকলকে উৎসাহিত করেন এবং ইসলামের বিধান অনুসারে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video