ফটিকছড়ি বাস স্টেশনের দক্ষিণে, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শ্বে 'ছোটদের ইংলিশ স্কুল' ক্যাম্পাসের মধ্যে অবস্থিত 'ছোটদের আবৃত্তি ও অংকন স্কুল'-এর উদ্বোধন হয়েছে।
গত ১৮ জানুয়ারি শনিবার বেলা ১২টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিরা ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন 'ছোটদের আবৃত্তি ও অংকন স্কুল'-এর প্রতিষ্ঠাতা ও ফটিকছড়ি সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জনাব শামীম জাহাঙ্গীর চৌধুরী। এতে এম. ওসমান গণির সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক জয়নাল আবেদীন পাঠান, সাংবাদিক এম আলী সিকদার, অধ্যাপক কুতুব উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, অধ্যাপক এন.এম. রহমত উল্লাহসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে 'ছোটদের ইংলিশ স্কুল' থেকে সম্প্রতি কোর্স সম্পন্ন করা বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং নতুন ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
মন্তব্য করুন