ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৭ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে কৃষি জমির মাটি কাটার অপরাধে দুইজন কারাগারে

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০৮, ১২:৫১ অপরাহ্ন
#

ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমি থেকে মাটি কাটার পর তা বাণিজ্যিকভাবে বিক্রির খবর পেয়ে ৭ মার্চ রাত ১টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

এ সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাটি কাটার ও বিক্রির কাজে যুক্ত দুটি ডাম্প ট্রাকসহ মো. ইয়াকুব (৩৫) ও মো. শাহাদাত হোসেন (৩২) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

সরকারি নির্দেশ অমান্য করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রির দায়ে তাদেরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দুটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video