চট্টগ্রামের ফটিকছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রমজান আলী নামের এক যুবক খুন হয়েছেন।
১৮ মার্চ, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিমে এ ঘটনা ঘটে।
নিহত রমজান পূর্বতারাকো গ্রামের মৃত হানিফের পুত্র।
নিহতের স্বজনরা জানান, আহত হাসানসহ ৩ জন মিলে ছুরিকাঘাতে খুন করে রমজানকে। এ ঘটনায় পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া আরও ৪ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
এ ব্যাপারে হাটহাজারী সার্কেল এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, শান্তিরহাট বাজারে হাসানের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী রমজানের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে হাসানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন