২২ জানুয়ারি বুধবার ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ নাজিম উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে বাগমারা গাউসুল আজম জিলানী জামে মসজিদ ময়দানে আয়োজিত পবিত্র মিরাজুন্নবী (সা:), ওরসে ছিদ্দিকে আকবর (রা:), ফাতেহায়ে ইয়াজদাহুম এবং হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী (রহ:) ওরশ শরীফ উদযাপন উপলক্ষে দ্বিতীয় আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন পরিচালনা করে গাউসুল আজম জিলানী জামে মসজিদ পরিচালনা পরিষদ।
মাহফিলের উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মুহাম্মদ আইয়ুব আলী। প্রধান অতিথি ছিলেন খলিফায়ে হালিশহর দরবার শরীফের পীরে মোকাম্মেল ও রহবারে তরীকত হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী কাজী সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী (ম:জি:আ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ তৈয়ব খাঁন আল কাদেরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী।
মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুদাররিস হযরত মাওলানা জয়নুল আবেদীন কাদেরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুহাম্মদ বদর উদ্দীন আল কাদেরী, হযরত মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম আল কাদেরী এবং হযরত মাওলানা মুহাম্মদ একরামুল হক আল কাদেরী।
মাহফিলে নাতে মোস্তফা পরিবেশন করেন শায়ের মুহাম্মদ মহিউদ্দীন তানভীর। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন হযরত মাওলানা মুহাম্মদ একরামুল হক আল কাদেরী।
মন্তব্য করুন