ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ি সীমান্তে ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কামরুল হাসান, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১২, ১২:৪৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে ভারত থেকে অবৈধ পথে আনা ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাগানবাজারের মাস্টারপাড়া নামক স্থান থেকে এসব গাঁজা উদ্ধার করে বাগানবাজার বিওপিতে কর্মরত বিজিবি সদস্যরা।

জানা যায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মাস্টারপাড়া এলাকা থেকে ১২ কেজি পরিত্যক্ত ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত গাঁজা পরবর্তীতে ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্থ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video