ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল খালেক। পিঠা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক সৌরভ কুমার সেনগুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাং মনিরুজ্জমান, প্রাক্তন শিক্ষক মোহাম্মদ ইকবাল ও রেজাউল করিম চৌধুরী।
বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আজাদ উদ্দিন, রিদুয়ানুল হক, জয়নাল আবেদীন পাঠান ও ইদ্রিস মিয়া।
পিঠা উৎসব উদযাপন কমিটির দায়িত্বে ছিলেন মিতু বড়ুয়া, এন.এম. রহমত উল্লাহ ও মোঃ দিদারুল আলম। উৎসবে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ।
মন্তব্য করুন