ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটি

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ১২:২৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন'২৫ উৎসবমুখর পরিবেশে ৩১ শে জানুয়ারি শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ মাসুদ ও সাধারণ সম্পাদক পদে আবু এখলাছ জিনুক নির্বাচিত হয়েছেন।

এর আগে ১৫ টি পদের মধ্যে ৩টি পদে প্রত্যক্ষ ভোটে ২৫ জন ভোটারের মধ্যে ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের সৈয়দ মোহাম্মদ মাসুদ সভাপতি, কোষাধ্যক্ষ পদে এশিয়ান টিভির আলমগীর নিশান ও যুগ্ম সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠের নাসির উদ্দীন নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে মোর্শেদ মুন্না (দৈনিক পূর্বকোণ), এমরান ফরহাদ (দৈনিক পূর্বদেশ),
সহ সম্পাদক সাইফুর রহমান সোহান (দৈনিক দেশ রুপান্তর), প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ (ভোরের ডাক), সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন (দৈনিক কাল বেলা), সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী (দৈনিক সবুজ বাংলা), ক্রীড়া সম্পাদক - মোস্তফা কামরুল (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম (দৈনিক মানবকন্ঠ), কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দীন (দৈনিক কর্ণফুলী), জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ( দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), মুহাম্মদ দৌলত শওকত (ভোরের কাগজ) নির্বাচিত হয়েছেন।

এর পর দুপুর ২টায় সাধারণ সভা প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী। এ সময় নির্বাচন কমিটির সদস্য মোঃ ইউনুস ও মোহাম্মদ কাউছার উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যা ৬টায় নির্বাচন সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video