(১৪-১৫ ফেব্রুয়ারি) শুক্রবার ও শনিবার শ্রীশ্রী শীতলা মায়ের মন্দির ও সেবাশ্রমের ১৭ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও চতুষ্প্রহর ব্যাপী মহোৎসব পালিত হয়েছে। ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার বাবুনগর বোর্ড স্কুল সংলগ্ন রসিক মহাজনের বাড়িতে উৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত হন। শ্রীশ্রী শীতলা মায়ের মহোৎসব প্রতি বছরের ১লা ও ২রা ফাল্গুনে অনুষ্ঠিত হবে।
মহোৎসব উপলক্ষে আয়োজিত ২য় দিনের কর্মসূচিতে ছিল শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ শুভারম্ভ। শ্রীশ্রী শীতলা মায়ের পূজা, রাজভোগ, ও পানতেল দেওয়া হয়।
দুপুর ১টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা ৬টা থেকে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও সমবেত প্রার্থনা করা হয়।
আগামী ১০ই ফাল্গুন, ২৩ ফেব্রুয়ারি রবিবার দেবীর দরস্তর উপলক্ষে পূজা, ভোগ ও পানতেল দেওয়া হবে এবং দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য বিনামূল্যে খাওয়া ও থাকার ব্যবস্থা থাকবে। উক্ত অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ভক্তচরণধুলি প্রত্যাশী প্রতিষ্ঠাতা আশ্রমাধ্যক্ষ ও মায়ের আশির্বাদপুষ্ট সন্তান শ্রী শ্যামল দাশ (জয় মা)।
উৎসব অঙ্গন চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের বাবুনগর সর্বজনীন শ্রীশ্রী শীতলা মায়ের মন্দির ও সেবাশ্রমে।
পথ পরিচিতি: যে কোনো দিক থেকে নাজিরহাট ঝংকার মোড় অথবা নাজিরহাট বাজার থেকে রিকশা / সিএনজি যোগে বাবুনগর বোর্ড স্কুল (রসিক মহাজনের বাড়ি মন্দির)।
শ্রীশ্রী শীতলা মায়ের নাট মন্দির নির্মাণের কাজ চলমান রয়েছে। যারা সাহায্যের হাত বাড়াতে চান, তারা নাজিরহাট শাখা প্রিমিয়ার ব্যাংক সঞ্চয়ী হিসাব নম্বর: ০০১৩১০০০০০১০০ উক্ত একাউন্টে সাহায্য পাঠাতে পারেন।
অথবা সরাসরি নির্মাণাধীন কাজ পরিদর্শন করে প্রতিষ্ঠাতা আশ্রমাধ্যক্ষের সাথে কথা বলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
মন্তব্য করুন