বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সেবামূলক দাতা সংস্থা এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় নির্মিত দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে মসজিদের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম, মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন মুহুরী, সাংবাদিক সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দিন, যুগ্ম মহাসচিব হাফেজ সেলিম মাহমুদ, আবু তাহের মিয়া, নাছির উদ্দীন চৌধুরী, সাহেদ আলী চৌধুরী, মাওলানা আবুল হোসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঞ্জু, মাওলানা ওসমান, মাওলানা কামাল এবং মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদসহ আরও অনেকে।
মন্তব্য করুন