চট্টগ্রাম জেলার ১২টি উপজেলা এবং জেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় ফটিকছড়ি উপজেলার মডেল মসজিদ নির্মাণ করা যায়নি।
দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতা ও জটিলতা নিরসন করে মসজিদের কাজ শুরু করায় ধন্যবাদ জানাই গত এক বছরে এর জন্য সহযোগিতা করা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অন্যতম চ্যালেঞ্জিং কাজ ছিল মসজিদের নির্মাণ কাজ শুরু করতে পারা।
মসজিদটি নির্মাণের ক্ষেত্রে জনবহুল স্থানে সর্বোচ্চসংখ্যক মুসল্লিরা যেন নামাজ পড়তে পারে, সেদিকে লক্ষ রেখে বিবিরাহাট বাজারের নিকটে ঈদগাহের পাশের জমি নির্বাচন করা হয়েছে।
আগামী পবিত্র রমজান মাসের আগেই যাতে কাজ শেষ করা যায়, এ বিষয়ে বিশেষ নজর রাখার কথা দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং গণপূর্ত বিভাগের প্রকৌশলীবৃন্দ।
মন্তব্য করুন