ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ২৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ির শাহনগর হাদীনগর দরবার শরীফে ২৪৮তম ওরশ মোবারক অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৪, ০১:০৭ অপরাহ্ন
#

ফটিকছড়ি লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের হাদীনগর দরবার শরীফের প্রখ্যাত অলিয়ে কামেল, অলীকুল সম্রাট, সুলতানুল আউলিয়া হজরত শাহান শাহ মাওলানা সৈয়দ হাদী উদ্দিন শাহ প্রকাশ হাদীবাদশাহ আউলিয়া (কঃ)-এর ২৪৮তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ওরশ মোবারক উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বাদে ফরজ খতমে কোরআন, মিলাদ মাহফিল, মাজার জিয়ারত ও মাজারে পুষ্পমাল্য অর্পণ।

বাদে যুহর অনুষ্ঠিত হয় খতমে দরুদে নারীয়া, খতমে গাউছিয়া আলিয়া, খতমে খাজেগান, খতমে কাদেরীয়া, মিলাদ-কিয়াম ও দোয়া-মোনাজাত।

বাদে মাগরিব, পুত্র বংশীয় শাজারার ধারাবাহিকতায় ৭ম তম নছলী ওয়ারিশ, হাদীয়ুল আশেক্বীন হজরত শাহ সুফি সৈয়দ মাওলানা আবদুল মাবুদ শাহ (র.)-এর তৃতীয় পুত্র, মাজার শরীফ, শাহী জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, পীর তরিকত হজরতুলহাজ আল্লামা সৈয়দ শহিদুল আলম শাহ আলহাদীর সভাপতিত্বে আউলিয়া কেরামদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য আশেক, ভক্ত, মুরিদান ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সারাদিন ও রাতব্যাপী হাজার হাজার আশেক, ভক্ত, অনুরক্ত মুরিদীন ও মুহিব্বিন কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, সালাতুস সালাম ও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও আউলিয়ায়ে কেরামের ফয়েজ-বরকত অর্জনের জন্য ওরশ মোবারকের রাতটি অতিবাহিত করেন।

আলেমদের তকরির ও আলোচনা সভা শেষে মিলাদ-কিয়াম, এবং পীর তরিকত হযরতুলহাজ আল্লামা সৈয়দ শহিদুল আলম শাহ আলহাদী (মাঃজিঃআঃ)-এর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর আগত সকল ভক্তবৃন্দের মাঝে উন্মুক্তভাবে তাবারুক বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video