ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি

কামরুল হাসান, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২৭, ০৩:৪৮ অপরাহ্ন
#

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ উপলক্ষে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির আলোকে চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ২৬ জানুয়ারি (রবিবার) বিকালে ফটিকছড়ি উপজেলা সদরের বাস স্টেশন ও আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জরুল ইসলামের সঞ্চালনায় লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়াউদ্দিন কাদের, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী।

বক্তব্য দেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন তানভীর, মোহাম্মদ ইসমাঈল, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক এজলাস।

উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি আবদুল আলিম, সহসভাপতি নাজিমুল করিম পেয়ারু, রাউজান উপজেলা সভাপতি মাহাবুব আলম, সহসভাপতি নাজিম উদ্দিন, রাঙ্গুনিয়া সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ, রাউজান উপজেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রাঙ্গুনিয়ার সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাগরসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video