মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে ফটিকছড়ি প্রেসক্লাব।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের স্মরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদ, সহ-সভাপতি এমরান হোসেন ফরহাদ, সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, স্থায়ী সদস্য এম. জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম, আব্দুল কাদের চৌধুরী এবং সংবাদকর্মী মো. তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন