চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা ও রাজানগর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলাম সিকদার মুছা'র স্মরণে তাঁর পরিবার ইফতার সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার ইসলামপুর মঘাইছড়ি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মুছা সিকদারের পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ কামরুল ইসলাম সিকদার মুছা'র মেজভাই মুহাম্মদ সাইফুল ইসলাম সিকদার শাকু, সেজভাই মাহাবুর রহমান সিকদার, ছোটভাই মুহাম্মদ আনিস সিকদার, স্থানীয় নুরুল আলম সদ্দার, মুফিজুর রহমান ও ইয়াছিন আরাফাত।
ইফতার সামগ্রী বিতরণের সময় মুছা সিকদারের ভাইয়েরা বলেন, "আমাদের ভাই উপজেলা বিএনপি নেতা মুহাম্মদ কামরুল ইসলাম সিকদার মুছা'কে ২০১৬ সালে আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে গুম করে। এছাড়াও আমাদের পরিবারের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়েছে। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে দেশ পুনরায় স্বাধীন হওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর আমরা ঘরে ফিরেছি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা সরকারের কাছে আমাদের ভাইয়ের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
মন্তব্য করুন