ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসী শাহাদাতের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শারজাহে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ০৬, ১২:৫৮ অপরাহ্ন
#

প্রবাসী বাংলাদেশি মো. শাহাদাত হোসেনের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ সভা করেছে শারজাহ ইউজড কার অ্যান্ড স্পেয়ার পার্টস বিজনেস অ্যাসোসিয়েশন। গত ৩ জানুয়ারি শারজাহ বাংলাদেশ সমিতির হলরুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রবাসীদের নামে এ ধরনের মিথ্যা মামলা বন্ধ ও হয়রানি রোধে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

সভায় বক্তারা বলেন, ভুক্তভোগী মো. শাহাদাত হোসেনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। আমিরাতে তিনি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। জুলাই বিপ্লবের সময় এই প্রবাসী দুবাই থাকলেও দেশে তার সংশ্লিষ্টতার অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করে একটি মহল। মূলত চাঁদা আদায় ও হয়রানির উদ্দেশ্যে এই মামলা দায়ের হয়েছে বলেও অভিযোগ তাদের। অনতিবিলম্বে মামলা থেকে তার নাম বাদ দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ভুক্তভোগী শাহাদাত দীর্ঘদিন ধরে দুবাই ও জাপানে ব্যবসা পরিচালনা করছেন। তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত দুই শতাধিক বাংলাদেশি কর্মী কাজ করেন। তিনি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়িয়ে নজির তৈরি করেছেন। দুস্থ ও অসুস্থ প্রবাসীদের জন্য যেমন আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন, তেমনি মৃত প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতেও শাহাদাত হোসেন আর্থিক সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তারা বলেন, ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত হননি। বরং যখন সময় পান, বিভিন্ন মানবিক কাজে এগিয়ে আসেন। ইতোমধ্যে স্থানীয়ভাবে কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন এই প্রবাসী। বিপরীতে উদ্দেশ্যেপ্রণোদিত এই মামলায় তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন ও মানহানি করা হয়েছে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল আলম। শারজাহ ইউজড কার অ্যান্ড স্পেয়ার পার্টস বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হাটহাজারী সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মোতাহের, আব্দুল মন্নান, মীর কামাল, মো. এরশাদ, নুরুল ইসলাম বাবলু, মো. পারভেজ, মো. শাহাজান, সাইফুল, শহীদ, বদিউল আলম প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video