ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

পূর্ব গুজরারে শিবরাত্রীব্রত ও শিব চতুর্দ্দশী পূজা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০১, ১২:৩৬ অপরাহ্ন
#

পূর্ব গুজরারের কান্তচৌকিদার বাড়ী গ্রামস্থ ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের উদ্যোগে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি শিবরাত্রীব্রত ও শিব চতুর্দ্দশী পূজা অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে ভক্তদের অংশগ্রহণে নগরকীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রী শ্রী শিবরাত্রীব্রত, শিব চতুর্দ্দশী পূজা, শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য প্রতিযোগিতা, শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা, অন্নপ্রসাদ বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এছাড়া, শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও বক্তব্য প্রতিযোগিতাও আয়োজিত হয়। গীতা প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ভ্রাম্যমাণ গীতা প্রচার সংঘের অর্থ সম্পাদক সুজন চক্রবর্তী। শিব মন্দিরের পৌরহিত্য করেন জয় চক্রবর্তী ও সুমন চক্রবর্তী। শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন ভ্রাম্যমাণ গীতা প্রচার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব দে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রিটন মহাজন। উপস্থিত ছিলেন শিব মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক তপন বৈদ্য, সহ-সভাপতি লিটন বৈদ্য ও বিকাশ দে, সহ-সাধারণ সম্পাদক পঙ্কজ মহাজন ও টিটন বৈদ্য, অর্থ সম্পাদক পলাশ দত্ত, সহ-অর্থ সম্পাদক অজিত বৈদ্য ও রূপন কান্তি দে, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু বৈদ্য, সহ-সাংগঠনিক সম্পাদক হারাধন দে ও সুমন মহাজন, দপ্তর সম্পাদক সাজিব দে, সহ-দপ্তর সম্পাদক রাজু দে ও অভি দে, প্রচার সম্পাদক কাজল দে, সহ-প্রচার সম্পাদক পরিতোষ দে, ধর্মীয় বিষয়ক সম্পাদক জিকু দে, সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক সাগর দত্ত, সমাজ কল্যাণ সম্পাদক প্রদীপ দে, সহ-সমাজ কল্যাণ সম্পাদক দীপঙ্কর দাশ, সাংস্কৃতিক সম্পাদক অপু মহাজন এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রকাশ দত্ত।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুবেল দে, প্রশান্ত দে, তপন দে, টিটন মহাজন, সুমন দে, রনি দে, বিজয় বৈদ্য, রাসেল দে, মিটন দে, সৈকত দে, অর্ক বৈদ্য, অন্তর দে, অজয় দে, প্রান্ত দে, অভিজিৎ দে এবং কমিটির অন্যান্য সদস্যরা।

শিব চতুর্দ্দশী উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত হাজারো পূর্ণার্থী ভক্ত এই মহতী আয়োজনে অংশগ্রহণ করেন এবং শিবের আশীর্বাদ কামনায় বিশেষ প্রার্থনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video