চট্টগ্রাম সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা চৌধুরী, রওশন আরা ও তাহমিদা আনজুমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক নুরানী, প্রাতঃ শাখার সহকারী প্রধান শিক্ষক কাকলী বড়ুয়া, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রেহেনা আক্তার ও অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী শিক্ষক মোরশেদ আলম প্রমুখ।
এদিকে, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের গার্ল গাইডস দলের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা প্রধান অতিথিকে মার্চ পাস্টের মাধ্যমে অভিবাদন জানায় এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন