চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের আব্দুল কাইয়্যুম স্মৃতি বৃত্তি, কে. এম. জোবায়ের ট্রাস্ট ফান্ড ও আব্দুল মোনাফ-নুরজাহান বেগম চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য জাহেদ হোছাইনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও শিক্ষিকা রেহেনা আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়্যুম স্মৃতি বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সামশুল হুদা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোছাইন চৌধুরী, বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আবদুস শহিদ মাসুদ, এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামশুল হুদা বলেন, "বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে এসব বৃত্তি প্রদান করা হয়েছে। আশা করি, এসব বৃত্তি কার্যক্রমের মাধ্যমে এই এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে আগ্রহ সৃষ্টি করবে।"
ছবি: শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।
মন্তব্য করুন