ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলীতে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ ডিসেম্বর ০৮, ০৩:৪২ অপরাহ্ন
#
নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মো. মাহবুব নামে এক যুবক খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয় পুলিশের পক্ষ থেকে। গ্রেফতার পাঁচজন হলো- মো. শাহ আলম (১৯), মো. আমিনুল ইসলাম তুহিন (২০), মো. মোবারক হোসেন (১৯), মো. মোবারক হোসেন শাকিল (১৯) ও মো. আমির হোসেন (২০)। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মাহাবুব নামে যুবক খুনের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে ছুরিকাঘাতে খুন করা হয় মাহবুবকে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. মাহবুব ফরিদপুর জেলার পীরেরচর এলাকার সাহেব আলীর ছেলে। পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, মাদকের টাকা নিয়ে মাহবুবের সঙ্গে গ্রেফতার যুবকদের কথা কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে মাহবুবকে ছুরিকাঘাত করে তারা।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video