ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

পবিত্র সিরাতুন্নবী (সা.) মাহফিলে মানবতার মুক্তির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১১, ০৩:০১ অপরাহ্ন
#

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, এ দেশের মানুষের তখনি মুক্তি আসবে যখন আল্লাহর আইন বাস্তবায়ন হবে। সে জন্য মানুষকে সমাজের জন্য কাজ করে যেতে হবে। সে জন্য মানবতার মুক্তির জন্য সকল মানুষকে কাজ করে যেতে হবে।

মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) উপজেলার চাতরী ইউনিয়নে মানব কল্যাণ পরিষদের  উদ্যোগে পবিত্র সিরাতুন্নবি(স:) মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। মানব কল্যাণ পরিষদের সভাপতি আশরাফ উদ্দীন চৌধুরী কুসুমের সভাপতিত্বে আলোচনা করেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন ও মাওলানা ইউছুফ।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামির আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি, উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ, ইসলামি ব্যাংক আনোয়ারা শাখার ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video