পবিত্র মাহে রমজান উপলক্ষে হাটহাজারীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিয়মিত বাজার মনিটরিং, যানজট নিরসনে হাটহাজারী সড়কের চৌধুরীহাট, আমান বাজার, বড় দিঘীর পাড়, ফতেয়াবাদ, হাটহাজারী-রামগড় সড়কের হাটহাজারী বাস স্টেশন, হাটহাজারী বাজার, চারিয়া, সরকার হাট বাজার, এনায়েতপুর, কাটিরহাট, নতুন রাস্তা মাথা—এছাড়াও হাটহাজারী-রাঙামাটি সড়কের হাটহাজারী কলেজ গেট, ইছাপুর বাজারসহ হাটহাজারী কাচারি সড়ক ও চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নজুমিয়া হাট, কুয়াইশ কলেজ, মদুনাঘাটসহ বিভিন্ন স্থানে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ও মার্কেটের অলিগলিতে বখাটে ছেলেদের আড্ডা বন্ধ করা, ব্যাটারি রিকশার জন্য নির্দিষ্ট সড়ক ব্যবহারের নির্দেশনা, ইফতার ও সাহরির সময় বিদ্যুৎ লোডশেডিং বন্ধ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে হাটহাজারী সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ গতকাল বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সম্পাদক মো. জাহেদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু নোমান, অর্থ সম্পাদক মো. আবুল মনসুর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফ উদ্দীন সাইফ প্রমুখ।
মন্তব্য করুন