ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৭ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ০৯, ১২:৫৮ অপরাহ্ন
#

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া বলেছেন, রমজান মাস সিয়াম, সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। মাহে রমজান মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য এক অনন্য সেরা মাস। এ মাসের একটি ফরজ ইবাদাত অন্য মাসের ৭০টি ফরজ ইবাদাতের সমান। রমজান মাস আমাদের জন্য বার্ষিক প্রশিক্ষণের মাস। এ মাসে আছে সাহরি, ইফতার, তারাবিহ, ইতিকাফ, লাইলাতুল কদর, ফিতরা ও ঈদুল ফিতর। কুরআন নাজিল হয়েছে এ মাসের লাইলাতুল কদরে, সংঘটিত হয়েছে ইসলামের প্রথম যুদ্ধ বদর ও বিজয় হয়েছে পবিত্র মক্কা। কাজেই আত্মগঠন ও বিজয়ের মাস রমজান। মাহে রমজান ইসলামের আদর্শকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছানোর এক সুবর্ণ সুযোগ।

শনিবার (৮ মার্চ) ধলঘাট ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নেছার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল, সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক বদরুল খায়ের, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সাজ্জাদ, দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জমির উদ্দীন মানিক, জেলা ছাত্রদল নেতা তারেক রহমান, পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল, দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল করিম, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মিশকাত আহমেদ, কলিম উল্লাহ চৌধুরী, সোলেমান বাদল, মোহাম্মদ আলী, ফজলুল কাদের, রফিক আহমদ, জাফর চৌধুরী, জসিম উদ্দিন, এস এম সুমন, নাজমুল হোসেন, মিজানুর রহমান চৌধুরী প্রমূখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video