ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় মোখলেছুর রহমান শাহ (রহ.)-এর বেলায়ত বার্ষিক ওরশ ১৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ০২:০০ অপরাহ্ন
#

আগামী ১৯ জানুয়ারি চট্টগ্রামের পটিয়ায় খলিফায়ে বাবা ভান্ডারী মোর্শেদেনা, ছৈয়দেনা হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (রহ.)-এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।

১১ জানুয়ারি শনিবার রাতে ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা আলমদার পাড়া মোখলেছ ভান্ডার দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হয়। আশেকানে গাউছুল আজম মাইজভান্ডারী ও ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ছৈয়দুল হক আলমদার।

রিজুয়ানুল হক আলমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার খন্দকার আনিস আহমদ। প্রধান বক্তা ছিলেন মঞ্জুরুল আলম আলমদার। এ ছাড়া উপস্থিত ছিলেন মাষ্টার আবদুল গণি, ওসমান আলমদার, মো. বেলাল চৌধুরী, আবুল হোসেন, জয়নাল আবেদীন মনি, লেদু মিয়া বাদশা, মোরশেদ আলমদার প্রমুখ।

সভায় আগামী ১৯ জানুয়ারি ওরশ শরীফ সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video