ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৭ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আতঙ্ক

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০৮, ১২:৫৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একদিনের ব্যবধানে আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রীমতি বাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদলের হামলায় একই পরিবারের দুইজন আহত হয়েছেন। তারা হলেন উজ্জ্বল চন্দ (৪২) ও তার মা সন্ধ্যা রাণী চন্দ (৭৬)। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ২টার দিকে ১০-১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে হানা দেয়। প্রথমে তারা লোকনাথ মন্দির ও বিটন চন্দ নামে এক ব্যক্তির দোকানে লুটপাট চালায়। এরপর উজ্জ্বল চন্দের ঘরে ঢুকে ডাকাতি করার সময় চিৎকার করায় মা ও ছেলেকে মারধর করে রক্তাক্ত করে।

ডাকাত দল বৃদ্ধা সন্ধ্যা রাণীর কানের দুল, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কৃষ্ণ কুমার চন্দ ও শিক্ষক সুধীর চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। কৃষ্ণ কুমার চন্দ জানান, "গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল দোকান, মন্দির ও একটি ঘরে ডাকাতি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।"

এর আগে, বুধবার (৬ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার ভাটিখাইন মাহবুব চেয়ারম্যানের বাড়ি এলাকায়ও একই কায়দায় ডাকাতি হয়। ওবাইদুল আলম শহিদ, আবু তাহের ও শামসুল আলমের ঘরে ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

একই সপ্তাহে দুটি বড় ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি, ছিনতাই ও ডাকাতি বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উপজেলার কয়েক হাজার মানুষ। স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

ডাকাতির বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, "ঘটনার বিষয়ে আমরা অবগত আছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে। জনগণকে আতঙ্কিত না হয়ে যে কোনো সন্দেহজনক পরিস্থিতিতে পুলিশকে দ্রুত জানাতে অনুরোধ করছি।"

তিনি আরও জানান, "ডাকাতদলকে ধরতে তদন্ত চলছে, আশা করি দ্রুতই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video