ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৭ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি, ১৮টি ঘর পুড়ে

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ১০, ০১:১০ অপরাহ্ন
#

চট্টগ্রামের পটিয়ার ভয়াবহ আগুনে ১৮টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নাইখাইন সেন পাড়ায় আগুন লাগার এ ঘটনা ঘটে।

এতে মুন্না সর্দার (২৮), তপন সর্দার (৩৫), রুপু সর্দার (৩০), মিলন সর্দার (৫৫), রিমন সর্দার (২৮), মিলন সর্দার (৬০), কমল সর্দার (৪০), জয় সর্দার (২৫), রকি সর্দার (২২), সুভাষ সর্দার (৪০), রুবেল সর্দার (৩০), সুবল সর্দার (২৮), শিবু সর্দার (৪০), দিপু সর্দার (৩৫), কৃষ্ণ সর্দার (৫০), শংকর সর্দার (৬০), শাপলা সর্দার (৪০), গনেশ সর্দার (৪০), রিষু সর্দার (৫০), স্বদেশ সর্দার (৫০) এর বসত ঘর পুড়ে যায়। আগুনে মুন্না সর্দারের নগদ দুই লাখ টাকা, গার্মেন্টস কর্মী রকি সর্দারের বেতনের বিশ হাজার নগদ টাকা, দেড় ভরি স্বর্ণ, সুভাষ সর্দারের নগদ বিশ হাজার টাকা, স্বদেশ সর্দারের ছেলের নতুন বউয়ের স্বর্ণালংকার, নগদ টাকা, নতুন আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকা সহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় দোকানদার মো. ইলিয়াস জানান, আগুন মানুষের নগদ অর্থ, স্বর্ণালংকার, ফ্রিজ, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএনপি নেতা নাজমুল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে পটিয়া ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় ১৮টি বসত ঘর পুড়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণ এখনও সম্ভব হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video