ঢাকা , রবিবার, ২০২৪ মে ১৯, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে চাচা ভাতিজা প্রার্থী হওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ এপ্রিল ২৫, ১০:১৬ পূর্বাহ্ন
#

পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলে তার আপন ভাতিজা চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন।

কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলমের পরিবার থেকে আপন ভাতিজা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণায় দলীয় নেতা কর্মীরা বিভ্রত অবস্থায়। তবে বিষয়টি পারিবারিক প্রকাশ্যে বিরোধ  না কৌশল এখনো পটিয়াবাসীর কাছে পরিস্কার না। যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম দশম ও একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হন। এছাড়াও পটিয়া পৌরসভার দুইবার নির্বাচনে প্রার্থী হয়ে প্রথমবার বিএনপি নেতা নুরুল ইসলাম সওদাগর দ্বিতীয়বার পটিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদের কাছে পরাজিত হন।

গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের পর নিজকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সমর্থনে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে আসছেন। যুবলীগ নেতা বদিউল আলমের আপন ভাতিজা দক্ষিণ জেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল গত রমজান মাসব্যাপী পথচারী ও গরীব অসহায় রোজাদারদের বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করেন। এতে পটিয়াবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হন।

যুবলীগের কেন্দ্রীয় নেতা বদিউল আলমের ভাইপো ও দক্ষিণ জেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েলের কাছে একই পরিবার থেকে দুইজন নির্বাচন করার প্রসঙ্গে জানাতে চাইলে তিনি বলেন, আমার চাচার নির্বাচন আমার চাচা করবে, আমার নির্বাচন আমি করব, আমাদের পরিবারের সদস্যরা এবং আত্বীয় স্বজন সবাই আমাকে নির্বাচন করার জন্য অনুরোধ করতেছে, পারিবারিক বিরোধ থেকে চাচা ভাতিজা প্রার্থী কিনা জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।

পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, পটিয়ার অধিকাংশ মানুষ বদিউল আলমকে প্রার্থী হিসেবে চান,তবে ভাইপো জুয়েলের বিষয়টি তারা পারিবারিকভাবে যে কোন সময় সমাধান করে ফেলবে, তাদের পারিবারিক বিয়ষ নিয়ে কর্মী হিসেবে আমাদের কিছু বলা উচিত না।

উল্লেখ্য, পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি দিদারুল আলম দিদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোহাম্মদ নাছির চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সেলিম নবী, দক্ষিণ ভুর্ষি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডিএম জমির উদ্দীনসহ অনেকের নাম আলোচনায় রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video