চট্টগ্রামের পটিয়া এলাকায় বেতন ভাতার দাবিতে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার বিকেলে পটিয়া পৌর সদরের কাগজী পাড়া এলাকায় বডিস এপেয়ারেলেস লিমিটেড কারখানায় এই অসন্তোষ দেখা দেয়।
এ পোশাক কারখানায় বেশ কিছুক্ষণ শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরত থাকেন। শ্রমিকরা আন্দোলন শুরু করলে এক পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, পটিয়া পৌর সদরের কাগজী পাড়ায় অবস্থিত বডিস এপেয়ারেলেস লিমিটেড নামক পোশাক কারখানায় জানুয়ারি মাসের ওয়ার্কার ও স্টাফদের বেতন ভাতা দেওয়া হয়নি। এ কারণে বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষ দেখা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পরে মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হয়। জানুয়ারি মাসের বেতন ভাতা আগামী ২ মার্চ পরিশোধ করা হবে এবং চলতি মাসের বেতন ১৬ মার্চ দেওয়া হবে বলে সমঝোতা স্বাক্ষর হয়।
পটিয়া থানার উপ পরিদর্শক মোহাম্মদ আসাদ জানান, বেতন ভাতা না দেওয়ার কারণে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতাও হয়েছে।
মন্তব্য করুন