চট্টগ্রামের পটিয়ায় ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পটিয়া পৌরসভার রেলস্টেশন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আজিজুল হাকিম হৃদয় (২২), উত্তর গোবিন্দারখীল এলাকার আমিন হোসেন ওরফে মোটা আমিনের পুত্র এবং আরিফুল ইসলাম (২৩), দক্ষিণ গোবিন্দারখীল এলাকার তমিজ হোসেনের পুত্র।
জানা যায়, পটিয়া রেলস্টেশনের পশ্চিম পাশে আমিন হোসেন ওরফে (মোটা আমিন) এর কাঠের ফার্নিচার কারখানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের "খ" সার্কেলের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিন হোসেন ওরফে মোটা আমিন কুমিল্লা থেকে পটিয়ায় এসে দীর্ঘদিন ধরে গাছের ব্যবসার আড়ালে মদ ও ইয়াবা বিক্রি করতেন। এছাড়া, তিনি সড়কে ট্রাফিক পুলিশের হয়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করতেন এবং পটিয়া থানার ক্যাশিয়ার হিসেবে মাটির গাড়ির লাইনের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। আমিন তার দুই ভাই সাজু ও রাজুর সহায়তায় এবং তার পুত্র আজিজুল হাকিম হৃদয়কে দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার অপরাধ জগত এতটাই বিস্তৃত যে প্রশাসন তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। স্থানীয়দের দাবি, উপজেলার বিভিন্ন জায়গায় তার কয়েক কোটি টাকার সম্পদও রয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটিয়া অফিসের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন জানান, "দীর্ঘদিন ধরে তারা গাছের কারখানার আড়ালে চোলাই মদ ও ইয়াবার আসর বসিয়ে বিক্রি করতেন—এমন তথ্য আমাদের কাছে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা, ৬৫ লিটার চোলাই মদ ও নগদ ১,৮০০ টাকা উদ্ধার পূর্বক তাদের গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২০)-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করে পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
মন্তব্য করুন