রাঙামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে কাউখালী উপজেলার পোয়াপাড়া ইপসা এইচআরডিসিতে গতকাল (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক অমিয় কান্তি খীসা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজি আতিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, সাংবাদিক মো. ওমর ফারুক, কলমপতি ইউপি সদস্য স্মৃতি দেবী চাকমা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইপসা এনজিও ম্যানেজার মো. মইন উদ্দিন, জেলা তথ্য অফিসের স্টাফ মো. নজরুল ইসলাম, অনিল কুমার চাকমা, নারী উদ্যোক্তা সুইমা প্রু মারমা, সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার নারী।
নারী সমাবেশে বক্তারা বলেন, নারীরা শুধু পরিবারে দায়িত্ব পালন করেন না, বরং দেশ ও জাতি গঠনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নারীকে নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখতে হবে এবং সম্মানের চোখে দেখতে হবে। নারীরা সর্বক্ষেত্রে ভালোভাবে চলছেন, এমন মন্তব্য ব্যক্ত করেন বক্তারা।
মন্তব্য করুন