ঢাকা , রবিবার, ২০২৪ Jun ১৬, ২ আষাঢ় ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার আন্তরিক: মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ২৩, ০৭:৫৬ অপরাহ্ন
#

শিক্ষা, দক্ষতা বৃদ্ধিসহ নানামুখী বিনিয়োগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন  চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার এম অ্যান্ড এম বিজনেস কমিনিউকেশন কর্তৃক তিনদিনব্যপি ঈদ ফেস্টিভাল ২০২৪ উদ্বোধন কালে মেয়র বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। শিক্ষা, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণসহ নানামুখী বিনিয়োগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার আন্তরিক। সরকারের উদ্যোগে নারীরা আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। দেশকে ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা করতে হলে নারীদের স্বাবলম্বী করার কোন বিকল্প নেই।

এক্ষেত্রে সরকারের এ সুন্দর উদ্যোগকে এগিয়ে নিতে বেসরকারী খাতকেও এগিয়ে আসতে হবে। এম অ্যান্ড এম বিজনেস কমিনিউকেশনের সিইও মানজুমা মোর্শেদকে আমি ধন্যবাদ জানাই নারী উদ্যাক্তাদের এগিয়ে নিতে প্রতি বছর তিন থেকে চারটি মেলার আয়োজন এ পাঁচ তারকা হোটেলে করে থাকেন তিনি। তার হাত ধরে অনেক নারী উদ্যোক্তা নিজেদের মেলে ধরছেন। এসময় আরো উপস্থিত ছিলেন এম অ্যান্ড এম বিজনেস কমিনিউশেন'র সিইও মানজুমা মোর্শেদ,পাঁচলাইশ আবাসিক কল্যান সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম,মাস্টার কার্ড কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল,রেডিসন বে ভিউ'র চট্টগ্রাম সিও বিগ্রেডিয়ার মোহম্মদ আলী ( অব:) আবুল হাশেম পিএস টু মেয়র বখতিয়ার উদ্দিন খাঁন ।

এ মেলার পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম টাইটেল পার্টনার হলো "মাস্টার কার্ড"। এছাড়াও রয়েছে গোল্ড পার্টনার মুন্নু সিরামিক, সিলভার পার্টনার এস্টে মেডিকেল বাংলাদেশ, মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার এবং স্ট্র্যাটেজিক পার্টনার দ্য প্রেস্টিজ ম্যাগাজিন।তিনদিন ব্যাপি এ মেলা সকলের জন্য উন্মুক্ত ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video