ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৮ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

নানুপুর মাদরাসা ও মসজিদে খাদ্য সামগ্রী বিতরণ

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ০২:০৭ অপরাহ্ন
#

পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ফটিকছড়ির নানুপুরে মঈনিয়া তোফাইলিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবক, দানবীর, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, আমেরিকা প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মুজিব উদ্দিন ও সমাজসেবক, দানবীর, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, আমেরিকা প্রবাসী আলহাজ্ব আরিফ আহমদ আশরাফের অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। (১১ মার্চ) মঙ্গলবার বিকালে নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদরাসা ও আলহাজ্ব নেজামত আলী জামে মসজিদ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ মাদানী। এরপর আলহাজ্ব নেজাম উদ্দীন আহমদ ও আলহাজ্ব কুতুব উদ্দিন আহমদদের সার্বিক তত্ত্বাবধানে ফটিকছড়ির বিভিন্ন স্থানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সচিব অধ্যাপক আলহাজ্ব ছৈয়দ হাফেজ আহমদ, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, বর্তমান ইউপি সদস্য নুরুন নবী, আবু জাফর, মজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদরাসার শিক্ষক শাহীদুল আলম, মাও. মতিউর রহমান, মুহাম্মদ আলমগীর মাসুদ, মাও. ইউছুপ আহমদ, মাও. শফিউল আলম, ব্যবসায়ী নুরুল ইসলাম সওদাগর, নছর উল্লাহ প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video