ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

নাজিরহাটে যুবদলের সংবাদ সম্মেলন, হামলার প্রতিবাদ জানালেন মাসুদ পারভেজ

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ১২:৫২ অপরাহ্ন
#

১৪ মার্চ শুক্রবার বিকালে নাজিরহাট বাজারে সিটি সেন্টারের সামনে সাম্প্রতিক ঘটনা নিয়ে নাজিরহাট পৌরসভার যুবদলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় যুবদল নেতা এস এম মাসুদ পারভেজ বলেন, "আমি জাতীয়তাবাদী আদর্শের একজন শহীদ জিয়ার সৈনিক এবং দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক মনোনীত অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহারের সাংগঠনিক সহকর্মী। তাহার নেতৃত্বে আমি ঐক্যবদ্ধ হিসেবে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, যারা আমাকে অন্যায়ের বিরুদ্ধে মানুষের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন।"

তিনি আরও বলেন, "হাসিনার দুঃশাসনের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে আমি বহু নির্যাতন ও জুলুম সহ্য করে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছি। শহীদ জিয়ার আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও সুষ্ঠু ভোটের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ৫ আগস্টের পর যখন দেশ নতুন করে স্বাধীনতা পায়, তখন আমরা স্বাধীন রাজনীতির ধারায় ফিরে আসি। কিন্তু আমার রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছে জুলাইয়ের পরাজিত শক্তি, যুবলীগ-ছাত্রলীগসহ হাসিনা পন্থীরা।"

তিনি আরও বলেন, "গত কয়েকদিনে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। নিশ্চয়ই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার রক্তাক্ত ছবিটি দেখেছেন। এলাকায় কিছু ইয়াবা ও মাদক কারবারি, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিভিন্ন সময়ে বাধা দেওয়ার কারণে তারা আমাকে টার্গেট করেছে। আমি ও আমার পরিবার প্রাণনাশের হুমকির মুখে রয়েছি। সেই সঙ্গে আওয়ামী লীগ নিয়ন্ত্রিত কিছু ভুয়া ফেসবুক আইডি থেকে আমাকে চাঁদাবাজ হিসেবে প্রচারের অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আমি ৫ আগস্ট আওয়ামী পতনের পর দলীয় নির্দেশনার বাইরে কোনো অনিয়মে জড়াইনি এবং তারেক রহমানের নির্দেশ এক সেকেন্ডের জন্যও অমান্য করিনি। জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি।"

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যারা আমাকে হত্যার চেষ্টা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করুন।"

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ব্যবসা-বাণিজ্যসহ পারিবারিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। অনেকের সহযোগিতা চেয়ে উপহাসের পাত্র হয়েছি এবং অনেকের ষড়যন্ত্রের শিকার হয়েছি। তবে আল্লাহর রহমতে এসব ষড়যন্ত্র একদিন ছিন্ন হবে ইনশাআল্লাহ।"

তিনি বলেন, "আমার নেতা কর্নেল আজিম উল্লাহ বাহার ভাই সঠিক দিকনির্দেশনা দেবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। শহীদ জিয়া অমর হোক।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video