১৯ মার্চ (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি নাজিরহাট বাজারের ফটিকছড়ি ক্লিনিকের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কামাল উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডে তিন-চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, ফটিকছড়িতে গেল দুই মাসে নাজিরহাট বাজারে পৃথক তিনটি, কাজিরহাট বাজারে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১০টি ও শান্তিরহাট বাজারে একটি অগ্নিকাণ্ডে ২৭টিসহ মোট ৪০ দোকান পুড়ে গেছে।
মন্তব্য করুন