নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জানুয়ারী ২১, ০৪:৪১ অপরাহ্ন
#
নগরীর কাজির দেউড়ির নুর আহমদ সড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে নগর ছাত্রলীগের সদস্য মোশাররফুল হক চৌধুরী পাভেল।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে কোতোয়ালী থানায় তিনি এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেজাম উদ্দিন।
মামলার আসামিরা হলেন- এইচ এম রাশেদ খান (৪০), হারুন অর রশিদ (৪৫), সৈয়দ আবুল বশর (৪০), মো. শাহনেওয়াজ (৪৫), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. আকতার খান (৫৩), মো. ইমন (৩৫), জিয়াউর রহমান জিয়া (৪০),imageমো. সাকিব (২৭), খলিল (৩০), আলী হাসান রাজু (৪৫), এমরান (৩৫), আলী হোসেন (৩৫), আবদুল মোতালেব প্রকাশ কিং মোতালেব (৩৫), মো. আবদুল জলিল (৪৬), রাব্বি (২০), মঞ্জুর রহমান চৌধুরী (৫৬), মো. ইউসুফ (৪৩), মো. আসিফ (২০), মো. সেলিম (৫২), জাহেদ উল্লাহ রাশেদ (৩৭), মোহাম্মদ আলী মিঠু (৪৫), মো. হুমায়ুন (২৮), শেখ রাসেল (৩৮), শাহ ইমরান সিদ্দীকি জ্যাকসন (৩৬), মো. মিন্টু প্রকাশ মিনু (৩৭), সোহেল (৩০), বাবু (৪০), মো. সেলিম (৩৫), মো. জাহেদ (৩৭), মো. সাজ্জাদ (৩০), মো. তালেব (৪১), মো. সাইফুল (৩৫), মো. শাহাদাত হোসেন নাবিল (২৫) ও মো. হোসেন (৩৬)।
ওসি নেজাম উদ্দীন বলেন, মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার (২০ জানুয়ারি) রাতে নুর আহমদ সড়কে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। এটিকে কেন্দ্র করে পরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটে। এতে কয়েকটি গাড়ী ভাংচুর করা হয়।
মন্তব্য করুন