ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৭ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

নগরীর বায়েজিদ বোস্তামীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ : গ্রেপ্তার ৩


প্রকাশিত : রবিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৫, ০১:০৮ অপরাহ্ন
#

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 গত শনিবার এশিয়াটিক কটন মিল এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান থানার ডিউটি অফিসার। গ্রেপ্তারকৃতরা হলো নাছমিন আক্তার পাখি, মোহাম্মদ ইমন ও মো. হৃদয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা এশিয়াটিক কটন মিল এলাকায় নারী দিয়ে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন কৌশলে প্রলুব্ধ করে নির্জন স্থানে নিয়ে যায়। তারপর তাকে মারধর করে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীর এমন অভিযোগের পর থানা পুলিশ অভিযান চালিয়ে এ চক্রের ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে লুন্ঠিত কিছু টাকা ও ২টি মোবাইল এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video