ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওরশ শরীফের প্রস্তুতি সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২৯, ০১:১৮ অপরাহ্ন
#

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ হাজীপাড়া দরবার শরীফের প্রবর্তক উপমহাদেশের অন্যতম সুফী সাধক হযরত শাহ্ সৈয়দ মাওলানা এজাবত উল্লাহ্ (রহ.) প্রকাশ বড় মাওলানা সাহেবের ৯৭তম ও হুজুরের একমাত্র পুত্র ওস্তাদুল ওলামা হযরত শাহ্ সৈয়দ মাওলানা ছায়াদ উল্লাহ্ (রহ.) এর ৯২তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ১৭ মাঘ, ৩১ জানুয়ারি শুক্রবার হাজীপাড়া দরবার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

ওরশ শরীফ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, বাদ ফজর: পবিত্র খতমে কোরআন, বাদ আসর: গরু-মহিষ জবেহ, বাদ মাগরিব: হুজুরের জীবনীর আলোচনা ও মিলাদ মাহফিল, বাদ এশা: আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবরোক বিতরণ।

ওরশ শরীফের এন্তেজাম করছেন বড় মাওলানা সাহেবের বড় নাতি শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুস সালামের পক্ষ থেকে আওলাদবৃন্দ— শাহজাদা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (বাবুল), সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ বজলুল করিম (ম.), শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ মুজিবুল করিম, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মামুন।

ওরশ শরীফে আখেরি মোনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ বজলুল করিম (ম.)। এতে সকলের প্রতি ঈমানী দাওয়াত প্রদান করেছেন ছোট শাহজাদা সৈয়দ মোহাম্মদ মামুন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video