ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ ও মিলাদ মাহফিল

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ০১:৩১ অপরাহ্ন
#

স্কুল জীবনের বন্ধুদের সম্পর্ক অটুট রাখতে প্রতি বছরের ন্যায় এবছরও ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ৫ম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা গড়ানোর সাথে সাথে আসতে শুরু করে দেশে থাকা ও প্রবাসী ২০১৫ ব্যাচের বন্ধুরা, কেউ ব্যস্ত ছিল ইফতার প্যাকেজিংয়ের কাজে, কেউ ব্যস্ত ছিল শরবত বানানো অন্যান্য কাজে। (২১ মার্চ) শুক্রবার ইফতার মাহফিল উপলক্ষে কর্মসূচির সূচনা হয় বাদে জুমা বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র খতমে কুরআন মিলাদ কিয়াম দোয়া মোনাজাতের মাধ্যমে। বাদে আসর আগত অতিথিবর্গের উপস্থিতিতে মাদ্রাসার ২৫ শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ একরাম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইউছুপ বাবুল, ড. মোহাম্মদ রফিক, ও মুহাম্মদ ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এয়াছিন, মোহাম্মদ জামিল, শফিউল বশর বাবলু, প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মামুন, আবু হানিফ রিপন, লোকমান ও মোহাম্মদ আলাউদ্দিন। সবশেষে মিলাদ পরিচালনা করেন সাবেক শিক্ষক মাওলানা সাইফ উদ্দিন, মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মওলানা মুহাম্মদ আলমগীর। ঈদ উপহার বিতরণকালে আগত অতিথিরা তাদের বক্তব্যে ২০১৫ ব্যাচের প্রশংসা করে বলেন, এরকম উদ্যোগ গ্রহণ করে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোটা সত্যিই প্রশংসনীয়, আশা করি আগামীতে এইরকম ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মিলাদ কিয়াম দেশ ও প্রবাসের সকলের শান্তি কামনা করে মোনাজাত এবং মাগরিবের আজানের সাথে সাথে ইফতার গ্রহণের মধ্যে দিয়ে ইফতার মাহফিলের সকল কর্মসূচির সমাপ্তি হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video