ঢাকা , মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ১ মাঘ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

দোহাজারী পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ০৮, ০৩:২৪ অপরাহ্ন
#

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার মহাসড়কের রাস্তার দু'পাশে দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৩ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত দোহাজারী পৌর এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা ৩০-৩৫টি মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে শাহাবুদ্দিনকে ৫০ হাজার, আইয়ুব আলীকে ১০ হাজার এবং সোহেলকে ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, মহাসড়কের রাস্তা অবৈধভাবে দখল করে আসছিলেন অসাধু ব্যবসায়ীদের একটি চক্র। উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সড়ক উদ্ধার করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, প্রয়োজন হলে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, ভূমি অফিসের নাজির আরিফুল হক, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ তন্ময় চাকমা, হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, কর আদায়কারী অফিসার মিজানুর রহমান, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়াসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়া চন্দনাইশ থানার দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশ দল, গণমাধ্যম কর্মী এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এই অভিযানে অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video