উপজেলার দোহাজারী পৌরসভার সামাজিক সংগঠন "প্রত্যয়" এর উদ্যোগে গত শুক্রবার বাদ জুমা হাছনদন্ডী ৫নং ওয়ার্ডে ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাদের আসাদের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন।
প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, দোহাজারী পৌরসভা জামায়াতের আমির জমির আদনান, মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, বিশিষ্ট শিল্পপতি আব্দুল মান্নান।
আরো উপস্থিত ছিলেন প্রত্যয়ের সিনিয়র সদস্য আনছার উদ্দিন, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, মানবকল্যাণ পরিষদের হেলাল উদ্দিন, হারুন উর রশিদ ও জয়নাল আবেদীন।
প্রত্যয়ের সিনিয়র সদস্য মাওলানা দিদারুল আলম, মাসুকুর রহমান, কুতুবউদ্দিন, আশফাক সিদ্দিকী, প্রমূখ।
মন্তব্য করুন