চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডে গাউসিয়া কমিটি বাংলাদেশ দৌলতপুর এবিসি উত্তর পাড়া শাখা ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় গাউসিয়া আহমদিয়া তাহেরিয়া সুন্নি নূরানী মাদ্রাসার প্রাঙ্গণে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদে যোহর হতে খতমে কুরআন ও খতমে গাউসিয়া শরীফের মাধ্যমে হযরত দিঘির পাড় আউলিয়া (রহ:) এর বার্ষিক ওরশ শরীফ উদযাপন শুরু হয়।
বাদে আছর সংগঠনের সদস্য ও এলাকাবাসীর বিশাল র্যালী নিয়ে মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত এবং দোয়া মোনাজাত করা হয়।
মাগরিবের পর আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন, প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা ইউসুফ মোহাম্মদ সালাউদ্দিন শাহ আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা ইলিয়াস উদ্দিন আল কাদেরী, মাওলানা শায়ের এনামুল হক। মাহফিলে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মাওলানা সোহেল আরমান কাদেরী, মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন আল কাদেরী।
মন্তব্য করুন