১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে দারুণ নাজাত মাদ্রাসার মাঠে পঞ্চাশ জন রোজাদারকে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ এবং দুইশত মুসল্লির ইফতারের আয়োজন করা হয় মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে। শুধু তাই নয়, মসজিদ, মাদ্রাসা, অজুখানা, টয়লেট নির্মাণে বিশেষ অবদান রাখেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।
মনোরম পরিবেশে পড়ালেখার আরো উন্নত মেধার জন্য সহায়ক হবে, যার অবদান আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহর। নাম উল্লেখ না করলে শুকর গুজার হবেনা।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ, পরিদর্শক আ.ন.ম আহমদুল্লাহ, জুনায়েদ বিন এহইয়া, পরিদর্শক জোনাইদ জওহার, মাদ্রাসার শিক্ষক মন্ডলি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন